সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সেলিম রেজা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (০৮ মার্চ) ভোর রাতে রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।গ্রেপ্তার সেলিম রেজা রাজশাহী জেলার বাঘা থানার হরিনা গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের এক নারীকে (৩১) বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছিলো রাজধানীর হাজারীবাগের একটি বাড়ির কেয়ারটেকার সেলিম রেজা। পরে ওই যুবককে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে আত্মগোপনে চলে যায় সে। পরে রাতে ওই যুবককে প্রধান আসামী করে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।