“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ মার্চ সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিভিন্ন দুর্যোগের সময় কিভাবে নিজেক রক্ষা করা যায় সে বিষয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা একটি মহড়া প্রদর্শন করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহেরা বানু,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার প্রদীপ চন্দ্র প্রমুখ।
এসময় স্কুল,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের ছাত্র-ছাত্রী,শিক্ষক, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।