1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন

ধামরাইয়ে বিএনপির মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৪ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবী আদায়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১মার্চ) বিকাল ৪টার দিকে ধামরাই পৌরসভার বিএনপির কার্যালয়ের সামনে ঢুলিভিটা কালিয়াকৈর অঞ্চলিক রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আসফাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদ্স্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়, বিএনপির নির্বাহী কমিটিন সহপরিবার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ তমিজ উদ্দিনসহ প্রমুখ।

এই সময় নেতারা বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি, নেতাকর্মীরা নিঃশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নিরদলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park