1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে ধলেশ্বরী নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪৫ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে  ভাসমান অবস্থায় (৭০) বছরের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ মঙ্গলবার(১৪মার্চ) বেলা ১ ঘটিকার সময় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার বরদাইল জি এম জামে মসজিদের দুইশ গজ দুরে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় পাওয় যায়নি। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসি বলেন, আজ দুপুরে এলাকার লোকজন ধলেশ্বরী নদীতে গোসল করতে গেলে কুচুরি পানার মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধামরাই থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌছিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে।

তবে লাশটি কোন নাম পরিচয় ও ঠিকানা কেউ বলতে পারে না। এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শিমুল মোল্লা বলেন, এখন পর্যন্ত লাশটির কোন নাম পরিচয় পাওয়া যায়নি এবং লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।ময়না তদন্তের রির্পোট পাওয়ার পরে বলা যাবে এটি হত্যা করা হয়েছে নাকি পানিতে পড়ে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park