1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন

এক রাতে চার দোকানে চুরি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৮৯ বার পঠিত

ধামরাইয়ে পৌরশহরের দুটি ওয়ার্ডে এক রাতে চারটি দোকানে তালা কেটে চুরি হয়েছে। এতে প্রায় ২০লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান মালিকগণ। এই বিষয়ে ধামরাই থানায় চুরির অভিযোগ হয়েছে বলে জানাগেছে।

শনিবার (১৮মার্চ) দিনগত গভীর রাতে কুমরাইল তামিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ,পাঁচপির মাজার এ্যারাবিয়ান টেইলার্স এন্ড ফেব্রিক্স, ধামরাই বড়বাজার গোলাম মাওলা ফেব্রিক্স ও উত্তর পাঠানটোলা খোরশেদ ডেকোরেটর এন্ড ইলেকট্রিক দোকানে চুরির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সুত্র জানান, প্রতিদিনের ন্যায় দোকান মালিকগণ রাত এগারটা পর্যন্ত দোকান পরিচালনা করে রাতে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। কিন্ত গভীর রাতে একটি পিকাআপ করে দোকানের তালা কেটে ঘরের ভিতরে প্রবেশ করে দোকানের মালামাল নিয়ে যায়।

তামিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর চারটি ওলেডিং মেশিন ৪টি,গ্যাননিং মেশিন ৩টিসহ ৪লাখ টাকার মালামল নিয়ে যায়। এ্যারাবিয়ান টেইলার্সম এন্ড ফেব্রিক্স ও মাওলানা ফেব্রিক্স থেকে প্রায় ১০লাখ টাকার কাপড় এবং খোরশেদ ডেকোরেটর এন্ড ইলেকট্রিক ১লাখ টাকার মালামল নিয়ে যায়। এ্যারাবিয়ান টেইলার্স এন্ড ফেব্রিক্স এর পাশের বাড়ীর একটি সিসি টিভি থেকে চুরির ঘটনার বিষয় দেখা যায়। তবে গাড়ীর কোন নাম্বার দেখা যায়নি। এই বিষয়ে এ্যারাবিয়ান টেইলার্স এন্ড ফেব্রিক্স এর মালিক মাওলানা মোঃ আব্দুর রহিম বলেন, সামনে রোজা ও ঈদকে সামনে রেখে আমি দোকানে পাঞ্জাবী, পায়জামা, জুব্বা ও বোরকা কাপড় উঠিয়েছি। কিন্তু আজ রাতে দোকানের তালা কেটে সব মাল চুরি হয়েগেছে। আমি এখন কিকরবো বুঝতে পারছি না।

এই বিষয়ে তামিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর মালিক মোঃ রাতিম হোসেন বলেন, আমি অনেক কষ্ট করে দোকানের মেশিন গুলি ক্রয় কওে ছিলাম। যা দিয়ে আমি আমার কাজ করে আমার সংসার চলে। এছাড়া সামনে ঈদ তাই কাজের অনেক ওয়াডার আছে। কিন্ত আজ রাতে সব মেশিন চুরি হয়ে আমার সর্বনাশ হয়ে গেলে। কি করে সংসার চালাবো ভেবে পাচ্ছি না। এই বিষয়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী বলেন, আমার ওয়ার্ডের তিনটি দোকানে চুরি হয়েছে। রাতে টহল পুলিশ থাকা সত্বে কিরে চুরি হল। আমি বুঝতে পারছি না। তদন্ত করে এদেরকে বের করে আইনের আওতাই আনতে হবে।

এই বিষয়ে ধামরাই থানার (ওসিঅপারেশন) নির্মুল কুমার দাস বলেন, পৌরশহরে চুরের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। অতিতাড়াতাড়ি অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতাই এনে শাস্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park