মানিকগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর আয়োজনে গ্রাহকের মৃত্যুদাবীর চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মৃত্যুদাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট(উন্নয়ন) মনির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মানিকগঞ্জে জোনের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল হাকিম, ঘিওর উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মজিবুর রহমান, সহকারী জেনারেল ম্যানেজার-১ মোঃ নওয়াব আলী মোল্লা, মানিকগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জয়নগর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম আবু।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর গ্রাহক মোঃ সাগর খান(২১) মৃত্যুবরণ করার কারনে অনুষ্ঠানে মাতা পিতার হাতে তার মৃত্যুদাবী হিসেবে ১,৭৬,১২০/-টাকার চেক প্রদান করাসহ হয়।