ঢাকার ধামরাইয়ে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস বর্জন এবং প্রধান শিক্ষকের দূর্নীতির কারণে স্কুলের সকল ছাত্রীরা কালামপুর অঞ্চলিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (২০মার্চ) বেলা ২টার দিকে আমাতন নেছা উচ্চ বিদ্যালয় চত্বরে ও স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এই সময় কালামপুর- সাটুরিয়া অঞ্চলিক সড়কে প্রায় ১০কিলো যানচলাচল চলাচল বন্ধ হয়ে যায়। আমাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বলেন, দীর্ঘ ১৪ মাস হলো অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ বেতন না পাওয়ার কারনে তারা আমাদের ক্লাসের পাঠদান বন্ধ করে দেন। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন স্যার এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির কারণে ম্যানেজিং কমিটি নির্বাচন হলেও এখনও পুরাতন কমিটি বহাল রয়েছে। যার কারণে প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে আজ আমরা আন্দোলনে নেমেছি। যে পর্যন্ত এর সমাধান না হবে আমাদের আন্দোলন চলবে।
এসব বিষয় জানতে চাইলে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজ আছি কাল না ও থাকতে পারি শিক্ষর্থীরা আমার বিরুদ্ধে যে কথা বলেছে তা মোটেও সত্যি নয়। শিক্ষকদের বেতন আমি দিতে চায়। কিন্ত আমার আগে যে প্রধান শিক্ষক ছিল তার স্বাক্ষর ছাড়া ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। আমি অনেকবার তাকে বলেছি আপনি চেকে স্বাক্ষর করে দিন। কিন্তু সে স্বাক্ষর দেয়নি। যার কারণে শিক্ষকদের বেতন দিতে পারছি না। তাহলে এখানে আমার দোষ কোথায় বলুন। এই বিষয়ে আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টুর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি এখন মিটিং এ আছি।