ঢাকার ধামরাইয়ে আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া ও বীরমুক্তিযোদ্ধা আমেনা জামান বালিকা মাদ্রাসা, মুস্তি বেপাড়ী বালক এতিমখানা এবং জহুরুননেছা বালিকা এতিমখানার উদ্যােগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা এবং দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬মার্চ) বিকাল ৪টার দিকে ডালিপাড়া জামে মসজিদে মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে এতিমখানার মেদাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মু্হ্তামিম হাফেজ মাওলানা মুফতী ইনামুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী (সি আই পি) বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান।
আলোচনা সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বেনজির আহম্মেদ মকুল, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ সানাউল হক সুজন, যুবলীগ নেতা মোঃ আলমগী হোসেন, ধামরাই সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব সহ ডালিপাড়ার সাধারণ জনগন ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।