1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন

আগুন নিয়ন্ত্রণে-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৪৯ বার পঠিত

ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিটের প্রচেষ্টায় প্রায় সাত ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। জনতার ভিড়ের কারণে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, আর ছড়াবে না। তবে, পুরোপুরি নেভাতে আরেকটু সময় লাগবে।তিনি আরো বলেন দেখুন আমরা ২০১৯ সালে এই ভবনটাকে ঝুকি বলে সাইনবোর্ড দিয়েছিলাম ।

এত কাছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, তারপরও আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ ঘণ্টারও বেশি সময় কেন লাগলো’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান কারণ উৎসুক জনতা। তিনি তখন তার মোবাইলে ধারণকৃত একটি ভিডিও দেখিয়ে তিনি জানান, এই ভিডিও টি আমি করেছি  দেখুন উৎসুক জনতার ভিড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে আছে। তিনি বলেন, আগুনের ঘটনায় সিভিলিয়ান কেউ হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি। ফায়ার সার্ভিসের ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে আছেন।

 

তিনি আরো বলেন,ফায়ার সার্ভিসের সকল পদবির কর্মচারীরা আপনাদের জন্য জীবন দেন। তবে কেন এই আক্রমন, গত ১ বছরে ১৩ জন ফায়ারফাইটার শহীদ হয়েছে যারা ‘অগ্নি বীর খেতাব পেয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। এমনকি আজকে ৮ জন আহত হয়েছেন। আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি। আমি চাই সুষ্ঠ তদন্ত করে আমনাদের জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park