ঢাকার ধামরাইয়ে ২০০ পিচ ইয়াবাসহ আমির হোসেন আমু (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সুলতান মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেন৷ এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) রাত নয়টার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকা থেকে ২০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত আমির হোসেন আমু ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের মোঃ ইজ্জত আলীর ছেলে। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সুলতান মাহমুদ জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন আমু নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটক আমির হোসেন আমুর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়তন্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।