সাভারের বাইপাইলে সেনাবাহিনী পরিচয়ে গ্যসের দোকানে অভিযান চালায় এক ভুয়া সেনাবাহিনী তার নাম (মো:সোহেল আকন্দ)
গত (১৬ এপ্রিল)আনুমানিক বিকাল ৪টার দিকে বগাবাড়ি আমবাগান এ (মো: সোহেল আকন্দ তিনি পরিচয় দিয়েছেন ঢাকা সেনা ক্যান্টনমেন্ট এর অফিসার ।পরে তার কাছে তার পরিচয় পএ চাওয়ার পর তিনি তার পরিচয় পত্র দেখাতে পারিনি পরে এলাকার স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পরে আশুলিয়া থানা থেকে একটি পুলিশের টিম এসে তাকে থানায় নিয়ে যাই ,ভুক্তভোগী বলেন আমাকে অনেক ভয় দিখিয়েছে আমাকে তিনি মামলা দেওয়ার ভয় দিখিয়েছে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশুলিয়া থানার এস আই আবজাল হোসেন বলেন তিনি সেনাবাহিনীর পরিচয়ে এসে জনগনের হাতে ধরা পরেছে ।
একজন সেনাবাহিনীর অফিসার গ্যাস অবৈধ কিনা সেটা পরিক্ষা করতে পারে না গ্যাস অবৈধ কিনা সেটা দেখার দায়িত্ব তিতাস গ্রুপ এর আওতাধীনে।তিনি আরো বলেন তাকে কঠিন শাস্তি এবং আইনের আওতায় আনা হবে ।