চলতি বছর ‘পাঠান দিয়ে ফেরার মতোই ফিরেছেন বলিউড বাদশা। শাহরুখ-দীপিকা জুটির এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলে হাজার কোটি রুপির বেশি আয় করেছে। এই সিনেমার জন্য শাহরুখ খানের পকেটে কত রুপি ঢুকল জানেন, তার আগে জেনে রাখা ভালো, যে যত বড় তারকা, তাঁর পারিশ্রমিক তত বেশি। সিনেমা হিট হলেই পারিশ্রমিক বাড়িয়ে দেন অভিনেতারা। অনেক ভারতীয় অভিনেতার পারিশ্রমিক এখন ১০০ কোটিও ছাড়িয়েছে।
পাঠান সিনেমার জন্য তিনি নিজের পারিশ্রমিক কমিয়ে লভ্যাংশের ৬০ শতাংশ নিয়েছেন। আর এই অর্থের পরিমাণ প্রায় ২০০ কোটি রুপি।
২৭০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় ১ হাজার ৫০ কোটি রুপি। এর মধ্যে নিট আয় প্রায় ৬০৩ কোটি রুপি। সিনেমা নির্মাণের খরচ বাদ দিলে ‘পাঠান’–এর আয় দাঁড়ায় প্রায় ৩৩৩ কোটি রুপি, যার ৬০ শতাংশ প্রায় ২০০ কোটি ঢুকেছে শাহরুখ খানের পকেটে।
শুধু লভ্যাংশ নয়, সিনেমার জন্য আলাদা পারিশ্রমিকও নিয়েছেন শাহরুখ। ইন্ডিয়া টুডের সূত্রে জানা যায়,‘পাঠান’–এর জন্য মাত্র ৩৫-৪০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ। পারিশ্রমিক কম নিলেও লভ্যাংশের অংশ পেয়ে এই সিনেমা থেকেই সবচেয়ে বেশি আয় করেছেন শাহরুখ খান। সামনে দর্শককে চমক দিতে আরও সিনেমা নিয়ে আসছেন বলিউড বাদশা।