ভারতে প্রতি বছরেই ঈদে মুক্তি পায় সালমান খানের ছবি। এবারও সেটাই হয়েছে। ঈদে এসেছে সালমানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান। দীর্ঘ ইতিহাস বলছে প্রত্যেকবারই সালমানের সেই ছবি বক্লবাস্টার হিট দিয়ে এসেছে। যদিও এবার আর সেটা হল না। বক্স অফিসে বিশেষ ম্যাজিক দেখাতে পারেননি সালমানের নতুন ছবি।
বক্স অফিসে আয়ের নিরিখে কোনও রকম ১০০ কোটি ঘরে পৌঁছেছে। এরই মধ্যে শোনা গেলো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভাইজান। বেশ কিছুদিন সিনেমার দুনিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। আগামী ঈদে (২০২৪) সালমানের কোনও ছবি মুক্তি পাবে না।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিই নয়, বেশ কয়েকবছর ধরে ব্যর্থতার মুখে পড়েছে সালমানের একের পর এক ছবি। এর আগে সালমান যেমন ‘বাজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। তেমনই ঈদে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’, ‘ভারত’, ‘রাধে’-র মতো একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই ধারাই রয়ে গিয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটিতেও। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ এই ছবি।
যদিও যশরাজ ফিল্মসের ব্যানারে শিগগিরই মুক্তি পাবে সালমান খানের ছবি ‘টাইগার থ্রি’। সেই ছবির কাজ শেষ করেই বিরতি নেবেন ভাইজান।