লন্ডনে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০ জনকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার অর্জন করেছে।
বাংলাদেশের পুর্ব লন্ডনের ক্যানিংটাউন বসবাসরত ব্যবসায়ী জনাব মো রবিউল আউয়ালের সুযোগ্য সন্তান মোহাম্মদ রাকিন আনজুম (১৩)।
ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে কোরআন কম্পিটেশনে আয়োজিত রাকিন আনজুম । গত ১২ মার্চ ২০২৩, ৩য় ন্যাশনাল ইয়ুথ কম্পিটেশন আয়োজনে প্রথম স্থান অধিকার হিসেবে মোহাম্মদ রাকিন আনজুম এর নাম ঘোষনা করা হয়।তাকে গোল্ডেন ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
তার বাবা সানরাইজ বাংলা কে বলেন,গত রমজান মাসে লন্ডনের দারুল উম্মা মসজিদ এবং গ্রীনউইচ ইসলামিক সেন্টার এই দুইটি মসজিদে সে তারাবির নামাজের ইমামতি করেছে ।এত অল্প বয়সে ইসলামের প্রতি তার ভালোবাসা আস্থা অর্জন করায় তার বাবা মা অনেক খুশি।
তার সফলতায় লন্ডনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে।