দেশের রাজধানী পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল মঙ্গলবার ৯ মে, ঢাকায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
আজ ৮ মে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন স্থানান্তরের জন্য মঙ্গলবার ৯ মে, সকাল ৮টা থেকে রাত ১২ট পর্যন্ত ১৬ ঘণ্টা ঢাকায় কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এলাকাগুলো হলো গুলশান ,খিলক্ষেত, জোয়ারসাহারা, নামাপাড়া, বারিধারা,ও বসুন্ধরা আবাসিক এলাকা।
একই সময়ে কুড়িল বিশ্বরোড সংলগ্ন দুইটি সিএনজি স্টেশন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস, সোনারগাঁও হোটেলের ক্যাটারিং ও এভারকেয়ার হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারনের ভুগান্তির কথা মাথায় রেখে কর্তৃপক্ষ আগেয় জানিয়ে দিলো।