ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ বলে রোমাঞ্চকর জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
গতকাল রোববার (৭ মে) জয়পুরে অনুষ্ঠিত ম্যাচে হায়দ্রাবাদ ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের জশ বাটলার ও অধিনায়ক সাঞ্জু স্যামসনের ঝড়ো ফিফটিতে ২০ ওভারে ২ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। ইনিংসের ৯ বল বাকী থাকতে ৫৯ বলে ৯৫ রান করে আউট হন বাটলার। অপরাজিত ৬৬ রান করেন স্যামসন।
২১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটারদের গুরুত্বপূর্ণ ইনিংসে ২১৫ রানের বিশাল টার্গেট স্পর্শ করে হায়দ্রাবাদ। শেষ বলে ৫ রানের প্রয়োজন ছিলো হায়দ্রাবাদের। পেসার সন্দ্বীপ শর্মার শেষ ডেলিভারিতে নো-বল হওয়াতে সমীকরণ নেমে আসে চার রানে। ফ্রি-হিটে ছক্কা মেরে দলকে জয় এনে দেন আব্দুল সামাদ।