ঢাকার ধামরাইয়ে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে খাগুরতা এলাকায় গাছ ফেলে গভীর রাতে প্রাইভেটকারের গতিরোধ করে দূর্ধর্ষ ডাকাতি করে নগদ ৫০হাজার টাকা ও দুইটি আইফোন লুট করে নিয়ে যায়।
গতকাল বুধবার (১৭মে) দিনগত রাতে কালামপুর – সাটুরিয়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে দূর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে। এতে গাড়ীতে থাকা দুই যাত্রী আহত হয়েছে বলে জানাগেছে। ভুক্তভোগী সুত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে ঢাকা ইবনে সিনা হাসপাতাল থেকে রোগী নিয়ে প্রাইভেটকার যোগে বাড়ি ফেরার সময় কালামপুর- সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুতা নামক এলাকায় পৌছালে রাস্তার উপর গাছ ফেলে এক দল ডাকাত আমাদের গাড়ীর গতিরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে আমাদের সাথে থাকা টাকা ও দুইটি মোবাইল ছিনিয়ে নেয়।
এই বিষয়ে ভুক্তভোগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ, ক, ম, মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মেয়ে ইংল্যান্ড প্রবাসী রানু নূর ও তার বোন নাজমা নূর বলেন, ডাকাতরা আমাদেরকে অস্ত্রের মুুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও দুইটি আইফোন ছিনিয়ে নেয় । আমরা চিৎকার করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, ডাকাতির ঘটনার একটু ফাকেই পুলিশ ছিল, পুলিশ গিয়ে পায়নি। তবে ডাকাতদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে ।