মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২২ মে উপজেলা ভূমি অফিসের সামনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে তা উপজেলা গেট প্রদক্ষিণ করে পূনরায়া তা ভূমি অফিসের সামানে গোল ঘরে এসে সমাপ্ত হয়।
সাটুরিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত আদর্শবান, দায়িত্বশীল, সুযোগ্য ও সম্মানিত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শান্তা রহমানের নেতৃত্বে উক্ত র্যালীতে অংশ গ্রহণ করেন একনিষ্ঠু, ন্যায় এবং আদর্শের প্রতীক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার, কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, মহিলা কর্মকর্তা মোসাঃ জেসমিন আকতারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভূমি অফিসের সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কানুনগো কর্মকর্তা মোঃ আফান উল্লাহ, সার্টিফিকেট পেসকার মোঃ আরফান আলী এবং মোঃ শাহাদাত মিয়াসহ সকল কর্মচারীবৃন্দ ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ। খায়রুন্নাহার গেল বছর জুন মাসের ৫ তারিখে সাটুরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
তার প্রায় ১২ মাস সময় অতিবাহিত হতে চলছে। তার যোগদানের পর এ পর্যন্ত এখানে প্রায় ৪ হাজার নামজারী ও জমা ভাগের আবেদন পত্র জমা পরেছে। এর মধ্যে প্রায় ৭০% (পারসেন্ট) নামজারী ও জমা ভাগের কাজ তিনি শেষ করেছেন বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। আর বাকি ৩০% আবেদন বিভিন্ন কারণে না-মুঞ্জর হয়েছে বলে জানা যায়।
আজ নামজারীর সেবা নিতে আসা গোলাম হোসেন ও রহিমা বেগম বলেন যে, আমারা এ অফিসে এ পর্যন্ত পরপর একাধিক খারিজ করেছি। আজ পর্যন্ত ‘ আমরা এসিল্যান্ড স্যার,কে কোন টাকা পয়সা দেইনি বা লাগেনি কিংবা তিনি চানও নি। সেবা নিতে আসা আঃ গফুর বলেন যে, তিনি খুবই ভাল ও সাদা মনে আলোকিত মানুষ। তিনি খুবই সহজ, সরল ও শান্ত প্রকৃতি লোক। এ অফিসের সেবার মান অনেক ভাল। সেবা প্রার্থী আঃ করিম বলেন যে, তিনি অল্প সময়ের মধ্যে জনগণের খারিজ করে এলাকায় সুনাম অর্জন করেছেন বলে জানি। ভাল সেবা দেওয়ার কারণে এ অফিসের বেশ অগ্রগতি এ উন্নতি হয়েছে। পাশাপাশি প্রশংসিত ও অর্জিত হয়েছে সুনাম।
এ ভূমি সেবা সপ্তাহ চলবে চলতি মে মাসের ২৮ তারিখ পর্যন্ত।