ঢাকাস্থ আলোর দিশারী সমাজ উন্নয়ন সংস্থা পক্ষ থেকে পাচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ।
আজ রবিবার ৭ এপ্রিল ঢাকা কল্যানপুর এই বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
আলোর দিশারী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বলেন, অসহায় মানুষ কেন এই আনন্দ থেকে বঞ্চিত হবে তাই আমাদের এই ছোট্ট প্রয়াস ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। এই মহত কাজে আর জারা উপস্থিত ছিলেন তারা হলেন শাহীন গাজী, মো দুলাল ,মো আনোয়ারুল মাসুম ,তানজিল আকরাম খান, মীর আব্দুল বারেক, মো মাইনুল ইসলাম , মো মাসুম ও মো মুকুল।