1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

ধামরাইয়ে আনারস ও মোটরসাইকেল মার্কার কর্মীদের মধ্যে সংঘর্ষ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে আনারস মার্কার কর্মীদের সাথে মোটরসাইকেল প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রপের ১৫জন নেতাকর্মী আহত হয়ে সাভার সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

আজ রবিবার (১৯মে) সকাল বেলা আনারস মার্কার প্রার্থী মোঃ আব্দুল লতিফ ও মোটরসাইকেল প্রার্থীর কর্মী মোঃ সাহাবুব রহমান বাদী হয়ে ধামরাই থানায় পাল্টাপাল্টি দুইটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল।

এর আগে শনিবার ১৪মে সকালে চরসুঙ্গর বাজারে আনারস প্রার্থী ক্যাম্প ভাঙচুর করে মোটরসাইকেল প্রতীকের নেতাকর্মীরা। ঐদিন বিকালে আনারস মার্কার প্রার্থী আব্দুল লতিফ ক্যাম্প পরিদর্শন করতে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা তাকে ধাওয়া করে। এরই জের ধরে ১৭মে রাতে আনারস মার্কার কর্মীরা রোয়াইল বাজারে ভোট চাইতে গেলে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা তাদের উপর হামলা চালিয়ে ১০জনকে আহত করে।

এই দিকে আনারস প্রতীকের কর্মীরাও পাল্টা আক্রমন করলে দুইপক্ষের ১৫জন কর্মী আহত হয়। আনারস প্রতীকের আহতরা হলেন, আব্দুর রহিম, মহাদেব, গোপাল রাজবংশী, বিষ্ট রাজবংশী, রোহী রাজবংশী, রবিচন্দ্র রাজবংশী, মোঃ আলাউদ্দিন, পরেশ রাজবংশী, সাধন রাজবংশী। অপর দিকে মোটর সাইকেল প্রতীকের আহত কর্মীরা হলেন, মোঃ আজিজুর রহমান ও সাইদুর রহমান, আব্দুল গনি, মোঃ হালিম, সাহাবুর রহমান। আনারস প্রার্থীর আসামীরা হলেন, মাহাবুর রহমান মনি, সাহাবুর রহমান, আঃ হালিম, আব্দুল করিম, আজিজুর রহমান,সাইদুর রহমান, মওলা, নাজিম,মহি, ফজলুল রহমান, সাত্তার হোসেন, মোঃ বিদ্যুৎ শুকু আলী, প্রেমচাঁন রাজবংশী।

মোটর সাইকেল প্রার্থীর আসামীরা হলেন, সেলিম খান, ইসমাইল হোসেন, শুকুর আলী, মাহাবুব, ইসলাম মিয়া, লিটন খান, আরফান মিয়া, সামির মিয়া, মোঃ রাব্বি হোসেন, হাদিস মিয়া। এই বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ বলেন, আমার নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় ভোট চায়তে গেলে পূর্ব শক্রতার জের ধরে মোটরসাইকেল কর্মীরা আমার কর্মীদের উপর হামলা করেন। এতে আমার দশজন কর্মী আহত হয়। আমার হাদিস নামের এক কর্মীর অন্তঃসত্তা মেয়ে সানজিদা আক্তারকে মারধর করে আহত করে। আমি এর সঠিক বিচার চায়।

এই বিষয়ে মোটরসাইকেল এর প্রার্থী খালেদ মাসুদ খান লাল্টুকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।  ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, দুই প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে দুইটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। অতি তাড়াতাড়ি আসামীদের গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট