ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ, ও ভাইস চেয়ারম্যান মোঃ জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (২৫জুন) দুপুরে উপজেলা হল রোমে মাসিক প্রথম সভা শেষে বিকাল বেলা ধামরাই উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল আল মামুন নবনির্বাচিতদের বরণ করে নেন। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যানকে ধামরাই উপজেলা আওয়ামী-লীগ ও বিভিন্ন পর্যায় নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করেন।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মেসাহাম্মদ আব্দুল আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও স্বরাষ্ট মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
এই সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহা্জ্ব এম এ মালেক, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ, যাদবপুর ইউপি চেয়ারশ্যান মোঃ মিজানুর রহমান মিজু, সোমবাগ ইউপ চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেন, আমতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু সুধীর চৌধুরী, ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এম এ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তবে বলেন, জাতীয় নির্বাচনে আমরা তিনজন প্রার্থী ছিলাম, ভোটের মাধ্যমে আমি জয়লাভ করে এমপি হয়েছি। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতিক ছিল না। যে কারণে আমাদের দলের লোকই প্রতিদ্ব›দ্বীতা করেছেন। সুষ্ঠ ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ জয়লাভ করেছে। আমরা যে হেতু একই দলের লোক, তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ম্মার্ট বাংলাদেশ গড়তে আমরা মিলে মিশে কাজ করবো।