1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর করা হবে শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে-মাহফুজ আলম মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক:মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জমিদখলে বাধাঁ দেওয়ায় হত্যার হুমকি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিযনের পশ্চিম নান্দেশরী এলাকায় পৈত্রিক জমি জোর পূর্বক দখল ও নিজ জমিতে কাজে বাধাঁ দেওয়ার প্রতিবাদ করায় হত্যার হুমকি এবং মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস সাত্তার ও তার পরিবার।

শনিবার (১৩জুলাই) বিকাল বেলা ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশরী এলাকার পুরাতন বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।আব্দুস সাত্তার পশ্চিম নান্দেশরী গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে। এই বিষয়ে আব্দুস সাত্তার এলাকার মাতাব্বর ও থানা পুলিশের কাছে সুষ্টু বিচার চেয়ে ও কোন বিচার পায়নি বলে জানান।

ভুক্তভোগি আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালে বাউখন্ড গ্রামের মৃত কিয়ন বেপাড়ীর ছেলে আব্দুল কাদের এর সাথে আমার মা ফুলজান বিবি তার পৈত্রিক জমির মধ্যে থেকে ৮শতাংশ জমি এওয়াজ বদল দলিল করে নেয়। সেই এওয়াজকৃত জমির ৮শতাংশ মধ্যে আমাদের চার শতাংশ জমি দিয়ে বাকী চার শতাংশ সে জোর করে ভোগদখল করেছে।

এই নিয়ে এলকায় একাধিকবার বিচার হলেও কাদের আমাদের সেই চার শতাংশ জমি ফেরত দেয়নি। এছাড়া আমার মায়ের সাথে এওয়াজকৃত আব্দুল কাদের ৮শতাংশ জমিতে ভবন তৈরি করার সময় আমার প্রায় এক শতাংশ জায়গা জোর করে দখল বাউন্ডারী করে নেয়। আমি ও আমার পরিবার বাধাঁ দিলে আব্দুল কাদের ও তার ছেলে মনির আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরে আমি এলাকার জনপ্রতিনিধিকে জানিয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডাইরি করি। কিন্তু এতেও কাদের আমার জায়গা ফিরত দেয়নি। এখন আমি আমার জায়গায় একটি ঘর করতেছি। কিন্তু কাদের এর ছেলে মনির আমার সেই ঘর করতে বাধাঁ দিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঘর করতে দিবে না। কাদের এর ছেলে মনির হোসেন একজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। সে কিছু দিন আগে সাটুরিয়া থানায় পুলিশের কাছে ইয়াবাসহ আটক হয়েছিল। মনির খুব খারাপ প্রকৃতির লোক সে যেকোন সময়ে আমাদের পরিবারের ক্ষতি করতে পারে। তার ভয়ে এলাকার লোকজন কেউ কোন কথা বলতে পারে না। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমি এর সঠিক বিচার দাবি করছি।

এই বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের সহকারীউপ-পরিদর্ষক (এএসআই) মোঃ আতিকুজাম্মান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি। পরে আব্দুল কাদের ও আব্দুস সাত্তারকে জমি বুঝিয়ে দিয়ে জমিটি মাপ দিয়ে কাজ করার কথা বলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট