ঢাকার ধামরাইয়ে সরকারী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড় অবরোধ বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
আজ বুধবার (১৭জুলাই) ধামরাই থানা বাসস্ট্যন্ড এবং কালামপুর ব্রিজের উপরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র-ছাত্রীরা। এই সময় রাস্তার দুই পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের কবলে পরেন যাত্রীবাহি বাস ও ট্রাকসহ বিভিন্ন গাড়ী। প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় দুই ঘন্টা বসে থেকে অনেকই পা হেঁটে চলে যান গন্তব্যে স্থানে। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা বলেন, আমরা যুক্তিক একটা দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চিলাম।
কিন্তু আমাদের সেই আন্দোলনে হামলা কেন জবাব চায়। আমাদের নিরপরাধ ভাইকে গুলি করে হত্যা কেন। আমরা তো কারও কোন ক্ষতি করি নাই। তাহলে আমাদের উপর নির্যাতন কেন। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই সময় তারা আন্দোলনকে বেগবান করতে এবং অন্দোলনকে দীর্গয়াতী করতে রাস্তার উপর ফুটবল খেলেন এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এই দিকে চলমান সরকারী চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে আটকে পরেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এতে অচল হয়ে পরে রাস্তাঘাট। এতে বিভিন্ন স্থানের গন্তব্যেগামী যাত্রীরা আটকা পরেন। সানজিদা ইসলাম নামে এক যাত্রী বলেন,আমি আজ সকালে বাড়ীতে যাওয়ার জন্য বের হয়ে কালামপুর এসে দেখি ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ।
আন্দোলনের কারণে কোন যানবাহন না পেয়ে ব্যধ হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি। সোনামিয়া নামে এক পণ্যবাহি গাড়ীর চালক বলেন, আমি গাড়ীর মালামাল নিয়ে ঢাকা যাব। কিন্তু ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে প্রায় দুই ঘন্টা যাবত রাস্তায় বসে আছি। কখন যে ঢাকার শহরে পৌছাব আল্লাহ কেউ জানেনা। রাস্তা আটকিয়ে আন্দোলনকারিদের বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামস শেখ বলেন, আমি ও আমার পুলিশ বাহিনী নিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদের আশস্ত করেছে রাস্তা ছেড়ে চলে যাবে।