ঢাকার ধামরাই বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে পৌরশহরে ধামরাই মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ন্যায্য মূল্যে কাচাঁ সবজি বিক্রি করেছেন ছাত্র-ছাত্রীরা।
আজ বুধবার (৩০অক্টোবর) পৌরশহরের উত্তরপাতা মডেল স্কুল এলাকায় সকাল ১০টা থেকে সবজি বিক্রি শুরু করেন ছাত্র-ছাত্রীরা। এতে ছাত্র-ছাত্রীরা মনে করছেন ন্যায্য মূল্যে সবজি বিক্রি হলে ভোক্তা তার ন্যায অধিকার ফিরে পাবে এবং এতে ব্যবসায়ী উদ্যেক্তা তৈরি হবে। এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছে এলাকার লোকজন।
উদ্যোক্তা ছাত্র-ছাত্রীরা বলেন, বর্তমান বাজারে শাক-সবজিসহ নিত্যপণ্যের জিনিসপত্রের দাম উর্ধ্বগতি হওয়ায় মানুষ দিশাহারা হয়ে পড়েছে। সেই শাক সবজির দাম উর্ধ্বগতি কমিয়ে আনতে পাইকারী ধরে কাচাঁ বাজার থেকে সবজি কিনে বিক্রি করছেন তারা। এর ফলে বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। কাচাঁ সবজির মধ্যে রয়েছে লাউ,করলা,বেগুন, পুটল, পেঁপেসহ বিভিন্ন ধরণের শাক সবজি।
এই সকল শাক সবজি বাজারের চাইতে ১০/৩০ টাকা কম ধরে বিক্রি করা হচ্ছে। এমন কাচাঁ বাজারকে স্বাতম জানিয়েছে খেটে খাওয়া দিনমজুরের লোকজন। এই বিষয়ে ৯ম শ্রেণীর ছাত্র তামিম খান, সুমন হোসেন, আল নাহিয়ান বলেন, আমরা বাইপাইল কাচাঁ বাজার থেকে পাইকারী বাজার দরে ক্রয় করে ন্যায্য মূল্যে বিক্রি করতেছি। আমরা বাজারের সিন্ডিকেট ভাঙতে আমাদের এমন উদ্যোগ।
তারা আরও বলে আমাদের মত যদি সবায় এগিয়ে আসে তাহলে সিন্ডিকেটের কবল থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। এই বিষয়ে ধামরাই মডেল স্কুলের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বাজারের সিন্ডিকেট ভাঙতে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের ন্যায্য মূল্যে কাচাঁ শাক সবজি বিক্রি করছে। এদের মত যদি পৌরশহরে ৫/৭ দোকান থাকে তাহলে বাজারে কেউ সিন্ডিকেট করতে পারবে না।