1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদি আরবে আগামী ১লা মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস ৪৬তম বিজ্ঞান মেলা উদ্ভোধন দখলবাজদের কঠোর হুশিয়ারী করলেন জেলা যুবদল নেতা — ইয়াসিন ফেরদৌস মুরাদ সরস্বতী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা ধামরাই সরকারী হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যার চেষ্টা সাদপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেড়ানোর কথা বলে ইটভাটার ভিটায় নিয়ে গণধর্ষণ

বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে ছাত্রদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই বাজারে সিন্ডিকেট ভেঙে দিতে পৌরশহরে ধামরাই মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ন্যায্য মূল্যে কাচাঁ সবজি বিক্রি করেছেন ছাত্র-ছাত্রীরা।

আজ বুধবার (৩০অক্টোবর) পৌরশহরের উত্তরপাতা মডেল স্কুল এলাকায় সকাল ১০টা থেকে সবজি বিক্রি শুরু করেন ছাত্র-ছাত্রীরা। এতে ছাত্র-ছাত্রীরা মনে করছেন ন্যায্য মূল্যে সবজি বিক্রি হলে ভোক্তা তার ন্যায অধিকার ফিরে পাবে এবং এতে ব্যবসায়ী উদ্যেক্তা তৈরি হবে। এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছে এলাকার লোকজন।

উদ্যোক্তা ছাত্র-ছাত্রীরা বলেন, বর্তমান বাজারে শাক-সবজিসহ নিত্যপণ্যের জিনিসপত্রের দাম উর্ধ্বগতি হওয়ায় মানুষ দিশাহারা হয়ে পড়েছে। সেই শাক সবজির দাম উর্ধ্বগতি কমিয়ে আনতে পাইকারী ধরে কাচাঁ বাজার থেকে সবজি কিনে বিক্রি করছেন তারা। এর ফলে বাজারের সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। কাচাঁ সবজির মধ্যে রয়েছে লাউ,করলা,বেগুন, পুটল, পেঁপেসহ বিভিন্ন ধরণের শাক সবজি।

এই সকল শাক সবজি বাজারের চাইতে ১০/৩০ টাকা কম ধরে বিক্রি করা হচ্ছে। এমন কাচাঁ বাজারকে স্বাতম জানিয়েছে খেটে খাওয়া দিনমজুরের লোকজন। এই বিষয়ে ৯ম শ্রেণীর ছাত্র তামিম খান, সুমন হোসেন, আল নাহিয়ান বলেন, আমরা বাইপাইল কাচাঁ বাজার থেকে পাইকারী বাজার দরে ক্রয় করে ন্যায্য মূল্যে বিক্রি করতেছি। আমরা বাজারের সিন্ডিকেট ভাঙতে আমাদের এমন উদ্যোগ।

তারা আরও বলে আমাদের মত যদি সবায় এগিয়ে আসে তাহলে সিন্ডিকেটের কবল থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। এই বিষয়ে ধামরাই মডেল স্কুলের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে বাজারের সিন্ডিকেট ভাঙতে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের ন্যায্য মূল্যে কাচাঁ শাক সবজি বিক্রি করছে। এদের মত যদি পৌরশহরে ৫/৭ দোকান থাকে তাহলে বাজারে কেউ সিন্ডিকেট করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট