ঢাকার ধামরাইয়ে সামা অটো রাইচমিল, আরিয়ান ইন্টারন্যাশনাল অটো রাইচমিল ও সাহেব আলী অটো রাইচমিলের কালো ধোয়া ও ছাইয়ের কারণে ক্লাস করতে পারছে না শিক্ষার্থীরা। বার বার বলা সত্বেও কোন পদক্ষেপ নেয়নি মালিক পক্ষ। তাই অবিলম্বে মিল গুলি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আলহাজ্ব জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসি।
আজ মঙ্গলবার (১০ডিসেম্বর) ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া আলহাজ্ব জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসি ধামরাই থেকে কালিয়াকৈর মহাসড়কের পাশে স্কুলের সামনে মানববন্ধনে অংশগ্রহন করেন। এই সময় ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ এর সভাপতিত্বে অটো রাইচ মিলের কালো ধোয়া, ছাই ও নির্গত বর্জ্য পদার্থে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়, কৃষি জমি এবং পরিবেশ সংরক্ষণের ও অটো রাইচ মিল বন্ধের দাবিতে বক্তব্য রাখেন আলহা্জ্ব জামাল উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবুল হোসেন ও স্কুলের শিক্ষার্থীরা।
এই সময় বক্তরা বলেন, সামা অটো রাইচমিল, আরিয়ান ইন্টারন্যাশনাল অটো রাইচমিল ও সাহেব আলী অটো রাইচ মিলের কালো ধোয়া ও ছাইয়ের কারণে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে ক্লাশ করতে পারছেনা। মিলের কলো ধোয়ায় ও ছাইয়ের কারণে ছাত্র-ছাত্রীদের শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া কালো ধোয়া ও ছাইয়ের কারণে কোমলমতি শিক্ষার্থীদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। যা একদিনের বেশি পড়া যায় না। দুপুরে স্কুলে বসে খাবার (টিফিন) খাইতে পারে না, কালো ধোয়া ও ছাইয়ের কারণে।তারা আরও বলেন অটো রাইচ মিলের কালো ধোয়া, ছাই ও নির্গত বর্জ্য পদার্থে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়, কৃষি জমি এবং পরিবেশ সংরক্ষণের এই অটো রাইচ মিলগুলি অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।