মালিক শ্রমিক এক হয়ে গড়বো দেশ নতুন করে এই প্রতিপ্যদকে সামনে ঢাকার ধামরাইয়ে পহেলা মে দিবস উপলক্ষে ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী।্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১মে) সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র্যালী ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কসহ পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা বক্তব্য রাখেন, ধামরাই ইলেকটিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি মোঃ নুরুল আলম সিদ্দিকি, সহ-সভাপতি মোঃ ইসরাফিল, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিনোদনমুলক সম্পাদক শ্রী আশুতুস। আলোচনা সভায় বক্তরা বলেন, মে দিবস মানেই পরিশ্রমী মানুষের প্রতি সম্মান জানানোর দিন। যাদের ঘামে গড়ে উঠেছে দেশ, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন এই আন্তর্জাতিক শ্রমিক দিবস।
তারা আরও বলেন, শ্রমিকের নায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শ্রমিকদের নির্যাতন থেকে দুরে থাকতে হবে। শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে।