1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি; শাকিলের বিরুদ্ধে থানায় অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

গাজীপুরের পূবাইলে মো.শাকিল নামে একজন ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রাচারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নিজেকে বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির সাংবাদিক দাবি করা মো. শাকিল বিভিন্ন সময় গাজিপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছ থেকে মিথ্যা অভিযোগের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

পূবাইলে বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত একাধিক সাংবাদিকের সাথে যোগাযোগ করলে তারা জানান মো. শাকিল একজন অপেশাদার সাংবাদিক। মানুষকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া তার পেশায় পরিনত হয়েছে। সে পেশাদার সাংবাদিকদের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একটি সিন্ডিকেট ( ৫-৬ জনের দল) সরকারি দপ্তরে গিয়ে কখনো দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা, কখনো সাংবাদিক বা পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়।

এছাড়াও মো.শাকিলের বিরুদ্ধে যেনো অভিযোগের শেষ নেই। গাজীপুরে একজন নারী সংবাদকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ক’দিন আগেই গ্রেফতার হয়েছিলেন মোঃ শাকিল, তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলাও। এছাড়াও ২০২৩ সালে পূবাইলে এক বাসিন্দার কাছে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার হন বলেও জানা গেছে। পূবাইল থানাধীন খিলগাঁও গ্রামের বাসিন্দা সোলাইমান সরকার (৪৬) বলেন, মোঃ শাকিল তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন এবং তা না পেয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। সর্বশেষ গতো ২৭ এপ্রিল ২০২৫ তারিখ বেলা আড়াইটার দিকে সুলাইমান সরকারের বাড়ির সামনে গিয়ে মোবাইল ফোনে অজাচিতভাবে ভিডিও ধারণ করতে থাকে। পরে সোলাইমান সরকার এগিয়ে এসে ভিডিও ধারণের কারণ জানতে চাইলে শাকিল বলেন, কোন কারন জানার দরকার নেই বাঁচতে চাইলে ১০ লাখ টাকা নিয়ে আমার বাসায় দেখা করবেন, অন্যথায় আপনি এবং আপনার ভাই সহ সকলের বিরুদ্ধে ভূমিদস্যুতা বিভিন্ন অভিযোগ এনে সংবাদ প্রচার করার অর্ডার দিয়েছে আমার হেড অব নিউজ । সুতরাং বিষয়টি নিয়ে মিডিয়া কিংবা কোন যায়গায় অভিযোগ করলে আরো বড় ধরনের বিপদ হবে বলেও হুশিয়ার করেন। পূবাইল থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাকিল (৩৮) আনন্দ টিভির রিপোর্টার), তার পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-সাতাইশ (চৌরাস্তা বিলারগাঠ), ওয়ার্ড নং-৫১, খানা-টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর। এ অভিযোগের বিষয়ে মো.শাকিলের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট