বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১দফা বাস্তবায়নের রুপ রেখাকে জনগনের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়ার আহবান করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।
আজ বুধবার (০২জুলাই) বিকেলে গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, এই রুপরেখা শুধু রাজনৈতিক কর্মসুচি নয়, এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। তিনি আরও বলেন, এই ৩১দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতিক। তাই বিএনপির প্রত্যকটি নেতাকর্মীদের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রতিটি জনগণের ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া।
জনগণকে বুঝাতে হবে ৩১দফা দেশের সংকট থেকে মুক্তির পথ দেখাবে। মুরাদ আর বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় দেশের মানুষের কথা বলা হয়েছে। যেখানে রয়েছে চিকিৎসার কথা, শিক্ষার কথা, গণতন্ত্রের কথা, মানুষের ভোটের অধিকারের কথা, মানুষের মৌলিক অধিকারের কথা, সাংবাদিকদের কথাসহ বাংলাদেশ গড়ার লক্ষের কথা।
তিনি আর বলেন, ৫অগষ্ট সৈস্বাচার সরকারের পতন হলেও এখনো তাদের পেতাত্তারা রয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। তাই আমাদের সব সময় সজাগ থাকতে হবে ফ্যাসিষ্টরা যেন মাথাচারা দিতে না পারে। একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা শুধু সংস্কার সংস্কার বলে মাথা নষ্ট করছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা মুরাদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের জনগণের জন্য আশার আলো হয়ে উঠেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে এই রূপরেখার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।” গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ তৈমুর হোসেন তুলা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংঘটনিক সম্পাদক জনাব আলতাফ হোসেন আলতু, ঢাকা জেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল, ধামরাই উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন,ঢাকা জেলার যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ এবাদুল হক জাহিদসহ সেচ্ছাসেবক দল, ছাত্রদল,ও কৃষকদলের নেতাকর্মীরা।