ঢাকার ধামরাইয়ে ২৫পিচ ইয়াবাসহ মোঃ কবির হোসেন (২৫) নামের একমাদক কারবারীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৩জুলাই) সন্ধা ৭টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বারপাইক্কা এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৫পিচ ইয়াবসহ তাকে আটক করা হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন৷
আটক কবির হোসেন ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বারপাইক্কা গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বারপাইক্কা এলাকায় ইয়াবা বিক্রি করতেছে। দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে বারপাইক্কা এলাকায় অভিযান চালিয়ে বারপাইক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৫পিচ ইয়াবাসহ কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান জানান, আজ সন্ধা ৭টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বারপাইক্কা এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে ২৫পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটক মাদক কারবারীর বিরুদ্ধে ধামরাই থানায় মাদক নিয়তন্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।