ঢাকার ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি উদ্যেগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৩৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪জুলাই) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদের মিলানায়তন কক্ষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ ও পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্র এর সভাপতি অধ্যাপক মোঃ জালাল উদ্দীন রুনু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ জিয়াউল হক, ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, নবযুগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়ামুল কবিরসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকে যারা মেধাবী তালিকায় পুরুস্কার পেয়েছ। তারা ভবিষ্যতে দেশ গড়ার কারিগড় হবে। তোমাদের মেধা কাজে লাগাতে হবে। তাহলে তোমাদের সার্থকতা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আর উন্নত ও গতিশীল করতে হবে। এই জন্য দরকার শিক্ষকদের দায়িত্বশীল হওয়া। তাহলে শিক্ষা ব্যবস্থা আরও হবে।