ঢাকার ধামরাই প্রেসক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০আগস্ট ) বিকেল ৫টার দিকে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধামরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে ধামরাই উপজেলার বিভিন্ন সাংবাদিকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রশিদ তুষার, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কষ্ঠের সাংবাদিক আবু হাসান, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোঃ বাবুল হোসেন, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মোঃ মিজানুর রহমান বুড়া, ৭৮ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আব্দুর রউফ, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর এর সভাপতি মোঃ গাজী রুবেল রানাসহ স্থানীয় জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এই সময় বক্তরা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যদিবালোকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা সাংবাদিকরা এর চাইতে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব। সাংবাদিকরা সমাজের সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের মুখ উনমুচন করে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে।