1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর করা হবে শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে-মাহফুজ আলম মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক:মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যার চেষ্টা

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে চাঁদা না দেওয়ায় মোঃ মতিয়ার রহমানসহ (৪০) তিনজনকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছন নয়ন নামের একযুবক।

আজ রোববার (২২ডিসেম্বর) বেলা ৩টার দিকে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে দোকানের ভিতরে এমন ঘটনাটি ঘটে। আহত মতিয়ার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের শোলাকুড়িয়া গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে। এই সময় দোকানের ম্যানেজার খালেকসহ আহত হয়েছে তিনজন। অভিযুক্ত নয়ন ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার মুনছের আলী ওরফে মোগর আলীর ছেলে।

স্থানীয়রা ও দোকানের ম্যানেজার আব্দুল খালেক বলেন, নয়ন ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানে এসে মালিক মতিয়ারকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

এই সময় আমি ও দোকানের কর্মচারী ফিরাতে গেলে তারা আমাদেরকে মেরে আহত করেন। পরে আমাদের ডাক চিৎকারে মার্কেটের লোকজন দৌড়িয়ে এসে আমাদের উদ্ধার করে ধামরাই হাসপাতালে নিয়ে যায়।

এই বিষয়ে আহত মতিয়ারের স্ত্রী আখি আক্তার বলেন, আমার স্বামী মতিয়ার রহমান ধামরাই পৌরসভার ঢুলিভিটা মসজিদ মার্কেটে ভাই ভাই এন্টারপ্রাইজ দোকানের মালিক।

আজ সকালে দোকানে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষে দোকানে বসলে নয়ন গিয়ে আমার স্বামীর কাছে চাঁদা দাবি করে। আমার স্বামী মতিয়ার টাকা দিতে রাজি না হলে নয়ন ও তার সাথে থাকা ৭থেকে ৮জন আমার স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন।

এরপর আমাদের দোকানের ম্যানেজারসহ দুইজন ফিড়াতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করেন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই বিষয়ে হাসপাতালের ডাক্তার মোঃ মোখলেছুর রহমান বলেন, মতিয়ার রহমানের ডানহাতের দুইটি আঙ্গুল ভেঙে গেছে এবং মাথায় আঘাতের কারণে ফ্যাকচার হয়েছে।

প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এই বিষয়ে নয়নের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে ধামরাই থানার ডিউটি আফিসার সমীর কুমার দাস বলেন, এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট