1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
তীব্র শীতের পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে ওবায়দুল কাদেরসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর করা হবে শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে-মাহফুজ আলম মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক:মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জোর করে ধান কাটার অভিযোগ চাচাতো ভাইদের বিরুদ্ধে

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে বিবাদমান ৩৩শতাংশ জমি থেকে লাঠিয়াল বাহিনী নিয়ে জোর করে পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গেলে লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। পুলিশ কেটে নেওয়া ধান স্থানীয় এক মাতাব্বরের জিম্মায় রেখে দিয়েছে।

আজ বৃধবার (৭মে) বেলা ১০টার দিকে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের এমন ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোছাঃ ফালানী বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ধামরাই থানার এসআই নায়েবুল ইসলাম। অভিযুক্তরা হলেন, দেপাশাই গ্রামের দাগু প্রামানিক ছেলে মোঃ আওলাদ হোসেন ও মোঃ রফিকুল ইসলাম এবং আওলাদের ছেলে সোহেল রানা। মুত হযরত আলীর ছেলে মোঃ শুকুর আলী ও তার ছেলে মোঃ মামুন হোসেন। মোছাঃ ফালানী বেগম মধ্য দেপাশাই গ্রামের মৃত আকবর প্রামানিকের মেয়ে এবং একই এলাকার মোঃ লাবু মিয়ার স্ত্রী।তিনি তার বাবার সম্পত্তির মালিক হয়ে ভোগ দখলে ছিল।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এই জমি ফালানী বেগম ভোগ দখল করে আসছে। সেই সুবাধে জমিতে ধান বপন করেছে ফালানী। হঠাৎ করে আওলাদ ও তার ভাইয়েরা মিলে জোর করে ক্ষেতের পাকা ধান কেটে নিয়ে যায়। তবে শুনেছি এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। এই বিষয়ে ফালানী বেগম সংাদিকদের জানান, এই জমি আমি দীর্ঘ ৫০বছর যাবত ভোগদখলে আছি। আমি ও আমার স্বামী মিলে এক জায়গায় ৮শতাংশ আরেক জায়গায় ১০শতাংশ আরেক জায়গায় ১৫শতাংশ জমিতে ধান চাষ করি। সেই জমির পাকা ধান আমার চাচাতো ভাইয়েরা মিলে আমাকে না জানিয়ে জোর করে কেটে নিয়ে গেছে। এই জমি নিয়ে কোর্টে মামলা চলছে।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এই জমি আমার বাবার নামে আরএস রেকডিয় মালিক। কিন্তু ফালানী ও তার ছেলে ফরহাদ জোর করে সেই জমি দখল করে ধান চাষ করে। এই জন্য আমি ও আমার ভাই মিলে ধান কেটে নিয়ে এসেছি।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস, এম নায়েবুল ইসলাম বলেন, দেপাশাই গ্রামে জোর করে ধান কেটে নেওয়ার একটি অভিযোগ পেয়ে ঘটস্থলে যায়। সেখানে গিয়ে জানতে পারি ফালানী বেগমের জমির পাকা ধান জোর করে রফিকুল কেটে নিয়েছে। পরে কাটা ধান উদ্ধার করে এলাকার মাতাব্বরের জিম্মায় রেখে দিয়েছি।

উভয়পক্ষকে জমির কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। আপাতত উভয়কে বিবদমান জমিতে যেতে বারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট