1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

বন্ধুর জন্মদিনে হাত-পা বেঁধে ঝোপের মধ্যে ফেলে জন্মদিন উদযাপন

ধামরাই (ঢাকা)
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ধামরাইয়ে বন্ধুর জন্মদিনে হাত-পা বেঁধে ঝোপের মধ্যে ফেলে জন্মদিন উদযাপন ঢাকার ধামরাইয়ে বন্ধুর জন্মদিনে হাত-পা বেঁধে পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক ঝোপের ভেতর ফেলে দিয়ে জন্মদিন উদযাপন করেছে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ছাত্ররা। পরে পথচারীর নজরে আসলে স্কুলছাত্রকে ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা তারা।

আজ সোমবার (২৫আগষ্ট) বেলা ১টার দিকে ধামরাই পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কের আমিন মডেল টাউনের পাশের ঝোপে ফেলে বন্ধু ওবাইদুর এর জন্মদিন পালন করেন। ওবাইদুর ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বন্ধুরা তার জন্মদিন উপলক্ষে এমন অদ্ভুত উদযাপন করে ঝোপের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এমন ঘটনার পর অভিভাবক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, জন্মদিন উদযাপন আনন্দের হলেও এভাবে বন্ধুর হাত-পা বেঁধে ঝুঁকিপূর্ণ আচরণ করা শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক হতে পারে।

শিক্ষকদের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করছেন। প্রত্যক্ষদর্শী ফাইজু জানান, প্রথমে ছাত্রটির হাত বাঁধা হয় এবং তাকে ঝোপের ভেতর মাটিতে ফেলে রাখা হয়। এরপর মাথায় ডিম ফাটানো হয়। এরপর তারা টিম আটা ঢেলে ঝোপের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরে পথচারী লোকজনসহ আমরা গিয়ে ঐ স্কুল ছাত্রের হাত-পায়ের বাঁধন খুলে দেই। এরপর ছাত্রদের নাম-পরিচয় জানতে চাইলে স্কুল ছাত্র ওবাইদুর তা প্রকাশ করেনি। এভাবে হাত বেঁধে ঝোপে ফেলে রাখা কোনোভাবেই নিরাপদ নয়, এতে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে শিক্ষার্থী মোঃ ওবাইদুর বলেন, আজকে আমার জন্মদিন সেই কারণে বন্ধুরা মিলে আমাকে হাত-পা বেঁধে মাথায় ডিম ভেঙে আটা দিয়ে ঝোপে ফেলে দিয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগম বলেন, এ ধরনের কর্মকান্ড শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং সংশিল্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আমি ঘটনাটি জেনেছি। শিক্ষার্থীরা যদি এভাবে ঝুঁকিপূর্ণ কর্মকান্ডে জড়িয়ে পড়ে,তবে তা উদ্বেগজনক। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রধিকার। আমরা এই ঘটনার তদন্ত করছি এবং ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ আচরণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংযুক্তঃ- পৌরশহরের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হাত বাধাঁ খোলে দিলেন পথচারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট