
ঠাকুরগাঁওয়ে রোগ বালাই বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ব্যবস্থাপনা ও রোগ বালাই বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ্যাডভান্সড্ পোল্ট্রি এন্ড ফিস ফিডস্ লিমিটেড এর আয়োজনে সোমবার দুপুরে পৌর শহরের গোবিন্দ নগর পল্টন এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাডভান্সড্ গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন, এ্যাডভান্সড্ গ্রুপের পরিচালক ডাঃ মোঃ শামিম আহমেদ, ডিজিএম জামিউল হক, ডেপুটি ম্যানেজার শাহীদুল ইসলাম মিলন, ব্রত পশুখাদ্য ভান্ডারের স্বত্ত্বাধিকারী কৌশল রায়, বাংলাদেশ ট্রাও নিউট্রিশন এর কান্ট্রি ডিরেক্টর ডাঃ মোঃ আমজাদ হোসেন, প্রোভেট রিসোর্স লিমিটেডের এজিএম ডাঃ মনসুর উল আবরার আল কাদেরী, এ্যাডভান্স গ্রুপ টেকনিক্যাল সার্ভিসেসের ডেপুটি ম্যানেজার ডাঃ মোঃ ফরহাদ হোসেন, ঠাকুরগাঁও সিনিয়র অফিসার মুকুল সরদারসহ অন্যান্যরা।
সেখানে ডিলার ও ক্ষুদ্র খামারিদের নিয়ে সঠিক ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয় ও যাতে খামারিরা সঠিকভাবে পরামর্শ নিয়ে ভালো উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে। যা দেখে নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন ব্রত পশুখাদ্য ভান্ডার।