সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড গুঞ্জরগড় পানিতে ডুবে আপন দুই জেঠাতো-চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
গতকাল (২১শে মার্চ) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুঞ্জরগড় গ্রামের তারা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ১৩নং গড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু, আরো বলেন ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন গুঞ্জরগড় গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (১৩) পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যায়লের ৭ শ্রেণিতে পড়ে এবং ইদ্রিস আলীর ছেলে কাওসার (৮) । স্থানীয়রা জানান, বাড়ির উত্তর পাশে তারা মিয়ার পুকুর পারে একটি বড়ই গাছ রয়েছে, তারা বড়ই পারতে গিয়ে পুকুরে পানিতে কাওসার(৮) পড়ে গেলে, পরে রাজু(১৩) তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে তাদের পুকুরের পানিতে খোঁজাখুঁজির পর পাওয়া যায়।
পরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।