ঢাকা আরিচা মহাসড়কে বাস চাপায় মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর হয়েছে।
আজ রোববার (৭এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কচমচ এলাকায় বাংলাদেশ জাতীয় বেতার অফিস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করলেও ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ। মৃত মো. জাহিদুল ইসলাম ঢাকার আশুলিয়ার গাজীরচর আয়নাল মার্কেট এলাকার মরহুম রাজা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, সকালের দিকে বাড়ি ফেরার পথে মহাসড়কের ধামরাই কচমচ এলাকায় পৌচ্ছালে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরে যায়। এসময় একটি বাস মোটরসাইকেল আরোহী জাহিদকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের সাথে থাকা ব্যাক্তি ছিটকিয়ে খাদে পরে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। সাভার হাইওয়ে থানার এস আই বাবুল হোসেন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জাহিদুল মারা যান। তার সঙ্গে থাকা অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের করা হয়েছে।