আমরা কল্যানপুরবাসী আয়োজিত কল্যানপুরের সন্তান ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এর সভাপতি অধ্যাপক আক্তার হোসেন লাভলু এর স্মরনে সভা ও দোয়া মাহফিল ।সহজোগিতায় কেন্দ্রীয় সমাজকল্যান পরিষদ কল্যানপুর ও অনুশীলন সংসদ , কল্যানপুর ,ঢাকা।
আজ ১৩ জুলাই ২০২৪ দুপুর ৩ঃ০০ ঘটিকায় অধ্যাপক আক্তার হোসেন লাভ্লু স্মরনে কল্যানপুর গার্লস স্কুল এন্ড কলেজে এক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ,ক্যাম্প চলে বিকেল পাচ টা পর্জন্ত। ক্যাম্পটি পরিচালিত হয় কেন্দ্রীয় সমাজকল্যান পরিষদ কল্যানপুর ও অনুশীলন সংসদ , কল্যানপুর ,ঢাকা। । এখানে অনেক ডায়াবেটিস,বিভিন্ন রোগিরা সেবা গ্রহন নেয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন ঢাকা ১৪ আসনের মাননিয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ময়নুল ইসলাম নিখিল ।
ক্যাম্পে আগত এলাকার প্রায় সব মানুষ এবং আমরা কল্যানপুর বাসির সদস্য, ও তাদের নির্ভরশীলদের জন্য স্বাস্থ্যসেবা ডায়াবেটিস এবং কিডনি সম্পর্কিত “আরবিএস ও সিরাম ক্রিয়েটিনিন” পরীক্ষা এবং চিকিৎসা সংক্রন্ত পরামর্শ বিনামূল্যে করা হয়।
কল্যানপুর বাসির স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে ফ্রি মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে। সমাজে এ ধরণের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা সকলের দোরগোড়ায় পৌছানো সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। তাই সকল স্বাস্থ্যসেবায় জড়িত এই ধরনের প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহবান জানান সংঘটনের বক্তারা।
সংঘটনের বক্তারা আরো বলেন , আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকি। আর এ কাজটি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই করে থাকি।