1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে এনইআইআর সিস্টেম কার্যকর করা হবে শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে-মাহফুজ আলম মোহাম্মদপুরে এক নারী ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা বাউলশিল্পীদের ওপর হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক:মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আয়কর কার্যালয় থেকে করদাতাদের নানা ধরনের নোটিশ বিএনপি-জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জামায়েতের ঠাকুরগাঁও -১ আসনে প্রার্থী দেলোয়ার হোসেনের মোটরসাইকেল শোডাউন

ধামরাইয়ে যাত্রী সেজে বাসে ডাকাতি অস্ত্রসহ গ্রেফতার ৩

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে কালামপুর-মির্জাপুর মহাসড়কে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ইসলাম যাত্রীবাহী পরিবহনেযাত্রী সেজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৩সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার (০২নভেম্বর) বেলা ২টার দিকে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসরাম এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ জসিম উদ্দিন । এর আগে গতকাল শুক্রবার বেলা ৪টার দিকে যাত্রীদের জিম্মি করে ডাকাতিকালে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় জনতা মোঃ মিজানুর রহমান ও মোঃ ফজলু নামে দুই ডাকাতকে আটক করে পুলিশে দেয়। বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের তথ্যমতে রাতেই ধামরাই থানার পুলিশ অভিযান চালিয়ে মোঃ সজিব ইসলামকে কালামপুর এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রেস বিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ জসিম উদ্দিন বলেন,  শুক্রবার বেলা ৪টার দিকে একদল ডাকাত যাত্রী সেজে টাঙ্গাইল জেলার এলেঙ্গা মোড় হইতে ইসলাম পরিবহণ নামে একটি যাত্রীবাহি বাসে উঠেন। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মধ্যে দিয়ে ধামরাই থানায় প্রবেশ করেন। ধামরাই থানায প্রবেশ করার আগেই ডাকাতদল বাসের ড্রাইভারকে আসামী সজিব হোসেন ধারালো অস্ত্র চোরা দিয়ে গলায় ধরে মৃত্যুও হুমকি দিয়ে জোরপূর্বক ড্রাইভারের সিটে বসে বাসটি চালায়। এই পর হেলপারকে ধারালো অস্ত্র ছোরা দিয়ে গলায় পোচ মেরে রক্তাক্ত জখম করে এবং বাসে থাকা সকল যাত্রীদের জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রে নিয়ে নেয়। এই সময় যাত্রীদের কাছে থাকা টাকা পয়সাসহ মোবাইল ফোন হাতিয়ে নেয়। এরপর বাসটি ধামরাই থানার সূতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালরে মোড় ঘোরার সময় বাসটি সড়কের পাশে খাদে চলে গেলে হেলপার বাসের জানালা দিয়ে লাফিয়ে বাহিরে  গিয়ে চিৎকার দিয়ে বলে আমাদের গাড়িতে ডাকাতি হইছে আমাদের বাচাঁন। তখন ঐ এলাকার লোকজন দৌড়িয়ে আসিয়া ডাকাত দলের দুইজনকে আটক করে। বাকিরা টাকা পয়সা মোবাইল ব্যাগ রাখিয়া দৌড়িয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ধামরাই থানার পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, ডাকাতি করে কেউ পার পাবে না। যে কোন ভাবেই ডাকাতদের আটক করা হবে। অপরাধ করে কেউ পার পাবে না।
আটককৃতরা হলেন, ধামরাই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সজিব ইসলাম (২৫), ধামরাই উপজেলার ছোট কালামপুর আশ্রয়ন প্রকল্প এলাকার মৃত শেখ ইমান আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৫), সোমবাগ ইউনিয়নের উত্তর দেপাশাই গুচ্ছগ্রাম এলাকার মোঃ ফিরোজ বেপাড়ীর ছেলে মোঃ ফজলু (২৮)।

আটককৃত ডাকাতদলের কাছ থেকে চায়না ধারালো ৪টি ছুরি এবং গ্রেফতারকৃত সজিবের নিকট থেকে ৩২৪০টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। তারা সংঘবদ্ধ একটি ডাকাতদল। তারা প্রায় ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি করে বলে জানান।
প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সাভার আশুলিয়া ও ধামরাই মোঃ শাহীনুর কবির, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট