1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেট্রোরেল সেবা পুনরায় চালু বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগুনে পুড়ে ছাই তিন গরু, নিঃস্ব ভ্যানচালক মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন হালনাগাদ মুদ্রা বিনিময় হার পর্নো সাইটে সক্রিয় ছিলেন চট্টগ্রামের আজিম-মানিকগঞ্জের বৃষ্টি প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেন-জি বিক্ষোভে উত্তাল রাজপথ বর্ডার গার্ড বাংলাদেশ দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে

সড়ক অবরোধ করে কারখানার শ্রমিকদের বিক্ষোভ

ধামরাই ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে শ্রমিকদের নির্যাতন বন্ধ ও গার্মেন্টস এর বাস দূর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাফিক্স পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ।

আজ বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল ১০টা থেকে এই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর আগে গতকাল বুধবার (২০নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে কারখানার ছুটির পর কারখানার একটি বাসে করে বাসায় যাওয়ার উদেশ্য শ্রীরামপুর থেকে কাওয়ালীপাড়া যাওয়ার পথে খাগুর্তা এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে ইট বাহি একটি ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।

এতে প্রায় ৩০শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। নিহতরা হলেন, ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম, একই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রামের মোঃ খবির উদ্দিনের মেয়ে লিপা আক্তার। বাকি দুইজনের নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

কারখানার শ্রমিক ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাতে কারখানার একটি বাস ও ট্রাক মুখমুখি সংঘর্ষে চারজন শ্রমিক নিহত হয়েছে এবং প্রায় ৩০জন শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু মালিক পক্ষ এর কোন ব্যবস্থা না করার কারণে আজ সকালে শ্রমিকরা অফিসে থেকে বের হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই সময় তারা বলেন, নিহত শ্রমিকদের পরিবারের লোকজনের নিয়ম অনুয়াযী টাকা দিতে হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা কওে দিতে হবে। এছাড়া নিহত শ্রমিকের পরিবারের লোকজনকে চাকরী দিতে হবে। সেই সাথে কারখানার ভিতরে কোন শ্রমিককে নির্যাতন ও ছাঁটায় করতে পারবে না।

বিক্ষোভের এক পর্যায় শ্রীরামপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এক পর্যায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার  আশ্বাস দিলে বেলা দেরটার দিকে অবরোধ প্রত্যাহার করে । এই বিষয়ে ধামরাই থানার এসআই মোঃ সাখাওয়াত হোসেন জানান, সকাল থেকে গ্রাফিক্স গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সহায়তা এবং আহতের চিকিৎসার ব্যবস্থা ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই সময় পুলিশ গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার  আশ্বাস দিলে  বেলা দেরটার দিকে তারা অবরোধ প্রত্যহার করেন। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট