1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাঁদা না দেওয়ায় পিটিয়ে হত্যার চেষ্টা সাদপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেড়ানোর কথা বলে ইটভাটার ভিটায় নিয়ে গণধর্ষণ ধামরাইয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালক নিহত, আহত ৮ বিকাল চারটায় যৌথসভা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের নেই -বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানি দেশের মানুষ পরোয়া করে না-বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাইচমিল বন্ধের দাবিতে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি মানিকগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ সদর পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই প্রত্যয়ে মানিকগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

০৪ ডিসেম্বর ২০২৪ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা হতে পাঠ, পবিত্র বাইবেল পাঠ এবং জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পিস ফ্যাসিলিটেটর গ্রপ (পিএফজি) মানিকগঞ্জ সদর এর কোঅর্ডিনেটর মোঃ ইকবাল খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ-উল-সাবেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহামুদা, জেন্ডার এন্ড ইয়থ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য।

পিএফজি’র অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর বিলকিস রেজা পরাগ এবং সপ্রীতির অভিযাত্রা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএফজি সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায়, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য এবং ঘোষণাপত্র পাঠ করেন পিএফজি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার আশরাফুল আলম, মানিকগঞ্জ এ জি চার্চের পাস্টর রেভা. এ্যাডওয়ার্ড জামান, পিএফজি অ্যাম্বাসেডর ফারজানা জুবাইদি, পিএফজি সদস্য কে এম নুরুজ্জামান, শেখ জাফর আহমদ, লুৎফর রহমান ইলিচ, মোঃ রফিকুল ইসলাম খান শাহীন, সকিনা ইয়াসমিন জেবা, সাংবাদিক আক্তার হোসেন মিলন, সাংবাদিক সাধন সূত্রধর, ইয়থ সদস্য মারুফ হাসান, সাইফ খান, স্যামসন সুপ্রিয় জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগণ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় মানিকগঞ্জ সদর উপজেলায় এই আন্তঃধর্মীয় সংলাপ বিশেষ গুরুত্ব বহন করে। মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সপ্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুণ রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির অসাম্প্রদায়িক মানিকগঞ্জ সদর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট