ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলা জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি পরিত্যাক্ত ডোবার কুচুরি পানার মধ্যে ভাসমান লাশ দেখতে পেয়ে রমজান আলী লোকজনকে খবর দেয়। খবর পেয়ে এলাকার লোকজন এসে থানা পুলিশকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখা যাযনি বলে জানান লেকাজন। এই রিপোট লেখা পর্যন্ত পুলিশ জানিয়েছেন এখন র্পযন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।
ধামরাই থানার (ওসি তদন্ত) মোঃ মোখলেছুর রহমান বলেন, ধামরাই উপজেলার জয়পুরা ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আলাদিনস জেনারেল হাসপাতালের পাশে একটি পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।