ঢাকার ধামরাইয়ে সকল ওলামায়ে কেরাম এর আয়োজনে সাদপন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছন ওলামায়ে কেরাম ও তাবলীগ এর সংগঠনের লোকজন।
আজ বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকালে ধামরাই পৌরশহরের ঢুলিভাটা বাসস্ট্যান্ডে থেকে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, সন্ত্রাসী সাদপন্থী ও আওয়ামী লীগ নিরহী মানুষের উপর হামলা করে মানুষ হত্যা ও আহত করেছে। আমরা এই সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের দাবি জানায়।
এছাড়া সকল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে এবং ফ্যাসিস্ট সরকার ও তার দল আওয়ামী লীগের সকল যড়যন্ত্রের মোকাবেলায় আমরা মাঠে আছি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আমরা সচেষ্ট থাকবো।
এই সময় বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী, ওলামায়ে কেরাম এর সভাপতি মুফতি সানাউল্লাহ, হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মীর আকিব, দেওয়ান নজরুল ইসলামসহ প্রমুখ।