ঢাকার ধামরাইয়ে সেলফি নামক একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালক মোঃ আমিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরো ৮জন।
আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) বেলা ১০টার দিকে কেলিয়া ব্রিজের উপরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের মৃত পলান মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। পুলিশ জানায়, সকালে একটি সিএনজি জয়পুরা বাস স্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার পথে কেলিয়া নামক ব্রিজের উপর পৌছালে পেছন থেকে একটি সেলফি নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে সিএনজি চালক গুরুতর আহত হয়।
পরে তাকে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, আজ সকালে ঢাকা- আরিচা মহাসড়কের কেলিয়া ব্রিজের উপরে একটি সিএনজিকে সেলফি নামক একটি যাত্রীবাহি বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি চালক গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকনজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আমিনুল ইসলাম মারা যায়।
এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়। তবে এবিষয়ে আইনী পক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে জব্দ করা যায়নি।